গল্পঃ চিরকুটে অচেনাজীবন

সকালে ব্রেকফাস্ট না সেরেই তাড়াহুড়ো করে ভার্সিটি এসেছি। ম্যামের ক্লাস শেষে তাই রেভেনাসে এসে নুডুলস খাচ্ছিলাম। একা। দোকানটার বামপাশে তখন শুধু আমি, সামনে আর ডানপাশটায় কিছু ছেলেমেয়ে গল্প করছিলো। দ্রুত খাচ্ছিলাম, ক্লাস এখনি শুরু হবে। হঠাৎ আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। লাল জামা পড়া, একগাছি লালচুড়িতে হাত রাঙানো, ভীত হরিণীর মতো চোখদুটোয় যেন সমুদ্রের সব জল খেলা করছে। মেয়েটাকে চিনিনা, চোখের দিকে তাকালাম, যেন বেশ অস্বস্তিতে আছে, ভীত। বললাম, কিছু বলবেন? চুড়ি পড়া কম্পিত হাতে তখন আমার দিকে ও একটা চিরকুট এগিয়ে ধরলো। তারপর আর কিছু না বলেই ঘুরে দাঁড়িয়ে চলে গেলো। তার চলে যাওয়া পথের দিকে কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। যেন বসন্তের সব ফুল তার পিছুপিছু চলে গেলো। কি লিখেছে ও? চিরকুট টা মেলে ধরলাম, "আগামী একমাসের ভিতর ওজন ৫ কেজি বাড়াবেন, আপনার প্রয়োজনে না হোক, আমার প্রয়োজনেই। এত শুকনা মানুষ হয় নাকি, হুহ? আপনার সাথে সব জনমে সব সময়ের সঙ্গী হবো , অন্যকারো কথা ভাবলে ভাবনায় ঢুকে খুন করে ফেলবো কিন্তু। -ফার্স্ট ইয়ার।" চিরকুট পড়ে মাথাটা যেন খালি হয়ে গেলো, ...