অনামিকা রোশনি'র কবিতা "ভালোবাসা অথবা না বাসার সম্মোহন"

তুমি নাকি আমায় ভালোবাসো?
কই!
আমার আকাশে তো তোমার মেঘ ভাসতে দেখি না,
আমার আকাশে তোমার বৃষ্টি ও ঝড়ে না,
ঝড়বেই বা কেন?

কখনো ভেবেছো-
কোন এক রাত আমরা জোনাকি দের নিয়ে কাটাবো;
কোন এক জ্যেৎস্না রাত হেটে হেটে পার করে দেবো-
ভোর হয়ে যাবে পাখির ডাকে;
কোন এক রাতে নদীর পাড়ে বসে, তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বো.....

আচ্ছা, ঝিঁঝিঁর ডাক, নদীর ঢেউ এর শব্দ তোমার কেমন লাগে?
আমার তো দারুন লাগে...

শরতে শিউলি ফুলের মালা গেঁথে আমায় পড়িয়ে দেবে....
খোঁপায় নীল ফুল পড়ে আকুল কেশে তোমার চরণ ধুইয়ে দেবো,
তুমি হবে আমার দেবতা,
আর আমি তোমার পূজারী।

কিন্তু তুমি!
ফেসবুক-মেসেঞ্জারে অবসর সময়ে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়?
শুধু ঠোঁট ছুয়ে, ঠোঁটের মাদকতা পান করলেই কি ভালোবাসা হয়?
শুধু স্পর্শে উন্মাদ হলেই কি ভালোবাসা হয়?

© অনামিকা রোশনি
মিউজিক ডিপার্টমেন্ট,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

Comments

Popular posts from this blog

প্রেম-ভালোবাসা নিয়া দার্শনিকদের কচকচানি

দর্শনের জনক থেলিস, একটি ছোট লেখা

আমি এবং একাকীত্বঃ জাহিদুল ইসলামের ভাবনা